রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জলঢাকার চরে তরমুজ চাষে ব্যাপক ক্ষতি, রোগ-পোকার আক্রমণে ফলন কম, মাথায় হাত কৃষকদের

Pallabi Ghosh | ২৫ মে ২০২৫ ১১ : ০৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: জলঢাকা নদীর বালুচর বরাবরই তরমুজ চাষের জন্য বিখ্যাত। বর্ষার প্রাক মুহূর্তে জলঢাকা নদীর মাঝে বালির চরে বিঘার পর বিঘা সুস্বাদু তরমুজ চাষ করে থাকেন ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকার কৃষকরা। এখানকার তরমুজ স্বাদে অতুলনীয় হলেও, গত কয়েক মরসুম থেকে দাম না মেলায় তরমুজ চাষে উৎসাহ হারিয়েছেন বহু কৃষক। প্রতি বছর এখানকার তরমুজ পাড়ি দেয় প্রতিবেশী দেশ নেপাল, ভুটানে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা সহ অসম, বিহার ও বিভিন্ন ভিন রাজ্যেও পাড়ি দেয়। আবহাওয়ার তারতম্যে প্রতিবছরের তুলনায় এবছর ফলন অনেকটাই কম। পাশাপাশি ইতিমধ্যে রোগ, পোকার আক্রমণে ক্ষতি হয়েছে গাছের। সেজন্য ফলন অনেকটাই কমেছে। যার ফলে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। 

 

গত বছর বহু কৃষক তরমুজ চাষ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় এই এলাকার অনেকে এ বছর তরমুজ চাষ করেননি। যে কয়েকজন কৃষক এবার তরমুজ চাষ করেছেন, তাঁরাও আগামীতে তরমুজ চাষ করবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কারণ যেভাবে দিনের পর দিন রাসায়নিক সার কীটনাশকের দাম বাড়ছে, পাশাপাশি আগের মতন ফলন হচ্ছে না, এর ফলে তরমুজ চাষ করলে তাঁদের যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তরমুজ চাষিরা। 

 

এই পরিস্থিতিতে সরকারি বেসরকারিভাবে ঋণ নিয়ে তরমুজ চাষ করে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তরমুজ চাষীরা। ফলন ভাল না হলে, চাহিদাও কমবে। তাঁরা চাইছেন, বিশেষ দপ্তরের তরফে তাঁদের সুপরামর্শ দেওয়া হোক। শুধু তাই নয়, এবারের চাষে যদি ক্ষতি হয় বা আশানুরুপ দাম না মেলে, তাহলে ভিন রাজ্যে কাজে চলে যাওয়ার পরিকল্পনা করছেন কৃষকরা। 

 

বর্তমানে স্থানীয় বাজারে দাম রয়েছে। কিন্তু ভিন রাজ্যের মাল ঢুকলেই দাম পড়ে যাবে। আর এই অবস্থাতে রোগ পোকাতে ফলন সেভাবে নেই। এক কৃষকের দাবি, প্রচুর দামি দামি ওষুধ স্প্রে করতে হয়। ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তা তিলক বর্মন বলেন, 'তরমুজ চাষীরা সেভাবে ফলনের বিষয়ে আসেন না। আসলেও তাঁরা ওষুধ লিখিয়ে চল যান। তবে খোজ নিয়ে দেখা হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।'


North BengalWatermelonLoss

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া